বাংলাদেশের মুসলিমদের প্রায় সকলের মধ্যেই একটি সুপ্ত ধারনা থাকে যে বাংলাদেশের হিন্দুরা সকলে একেকজন ভারতের দালাল এবং তারা খুব ভারতপ্রেমী। তারা এও ভাবে যে বাংলাদেশের হিন্দুরা ভারতে চলে যাওয়ার জন্য শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে এবং সর্বদা ভারতে টাকা পাচার করে। বাংলাদেশের মুসলমানদের মধ্যে এই ভাবনাটি অনেক দিন ধরেই প্রচলিত আছে।
কিন্তুরা বাংলাদেশের এই মুসলমানরা একবারও ভেবে দেখে না কেন হিন্দুরা নিজের ভিটে-মাটি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পলায়ন করতে বাধ্য হয়!? এবং এতে তাদের কিছু এসে যায়ও না। তারা শুরুতেই ধরে নেয় যে বাংলাদেশের হিন্দুদের মধ্যে কোন দেশ প্রেম নেই এবং তারা সুযোগমতো ভারতে চলে যেতে পারলেই খুশি হয়।
আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশের কয়জন হিন্দু সম্প্রদায়ের লোক নিজের জায়গা-সম্পত্তি বিক্রয় করে সঠিক মূল্য পায়? একবারও কি কেউ খুঁজে দেখেছে যে আসলে জমি বিকয়ের মোট কত পার্সেন্ট টাকা তাদের হাতে এসে পৌঁছায়? এই প্রশ্নগুলোর সত্যি উত্তর গুলো কিন্তু আমার জানা আছে, কিন্তু মুসলমানরা এর সদুত্তর দিতে পারবেনা!
বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষরা মোটেও নিরাপদে নেই, তারা নিজের ভিটে-মাটি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়, শুধু মাত্র প্রাণের ভয়ে! এও মনে রাখা উচিত, ভারত কিন্তু এদের জন্য পরদেশ। সেখানে গিয়েও কিন্তু তারা খুব ভালোভাবে থাকতে পারেন না, কিন্তু প্রাণে তো বেঁচে যায়। এবং তাই তারা প্রাণ রক্ষার্থে ভিনদেশ ভারতের পানে পাড়ি জমায়।
বাংলাদেশে হিন্দুদের ওপর মুসলমানদের অত্যাচারের ঘটনা কারোরই অজানা নয়। বাংলাদেশে বসবাসরত প্রতিটি হিন্দু, হ্যাঁ প্রতিটি হিন্দু, তার জীবনের কোন না কোন সময়, কোন না কোন ভাবে মুসলমানদের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে, এবং হচ্ছে। সেটি হোক জায়গা সম্পত্তি বিষয়ক, সামাজিক কর্মকাণ্ডে কিংবা কর্মক্ষেত্রে, প্রতিটি জায়গায়ই তারা বঞ্চিত, নিগৃহীত হয়ে আসছে এবং হচ্ছে। এইতো কিছুদিন আগেই খবরে দেখলাম – “মৌলভিবাজারে ধর্মান্তরিত হতে হিন্দু পরিবারকে হুমকি দেয়া হয়েছে”। এভাবে বাংলাদেশে প্রতিনিয়তই হিন্দুরা শিকার হয় নানা ধরনের লাঞ্ছনার, হুমকির। কিন্তু মুসলমানদের তাতে কি যায় আসে?
শুধু হিন্দুরা নয়, সেসব মুসলমানের সামর্থ আছে, তারাও পারলে বাংলাদেশ ত্যাগ করে। যারা ইউরোপ-আমেরিকা বা বাংলাদেশের চেয়ে ভালো দেশে যেতে পারছে, তারা কেউ-ই দেশে ফিরতে চায় না, বরং পরিবারের আর সবাইকেও দেশের বাইরে নিয়ে যায়। কিন্তু জানের মায়ায় দেশ ছাড়ার ব্যাপারে দোষটা হয় শুধু হিন্দুদের।
আর টাকা পাচার? বাকিসব ধনী মুসলমানদের কথা বাদ-ই দিলাম–এক শেখ পরিবারের বেয়াই নুলা মুসার যে পরিমান টাকা দেশের বাইরে আছে, দেশের সব হিন্দুদের বিক্রি করলেও কি তার সমান হবে? তাও দোষ শুধু হিন্দুদের বেলাতেই!
বাংলাদেশের মুসলমানদের প্রতি আমার আহ্বান, এসব হিপোক্রেসি থেকে বের হোন, বাংলাদেশের প্রতিটি হিন্দু যে কত অসহায়, তা কেবলমাত্র হিন্দুরাই জানে। তাদেরকে লাঞ্ছিত না করে তাদের প্রতি দায়িত্বশীল হোন। এটা তাদেরও দেশ, তারাও এই দেশেই সুখে শান্তিত বসবাস করতে চায়। এবং শুধু আপনারাই পারবেন এই বাংলাদেশকে আবার তাদের বসবাসযোগ্য করে গোড়ে তুলতে। জানি হয়তো অনেক সময় লাগবে, লাগুক! তাও বাংলাদেশের হিন্দুরা একটু নির্ভয়ে বসবাস করুক, এটাই আমার কামনা।